Updated: 03 Jun 2024, 07:55 PM IST
Sayani Rana
৪ জুন অর্থাৎ আগামিকাল প্রকাশ্যে আসবে লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল। তার আগে যজ্ঞ করলেন তৃণমূলের নেতা মদন মিত্র। ভবানীপুরে অনুষ্ঠিত হল এই যজ্ঞ। মন্ত্র হিসবে উচ্চারণ করলেন 'জয় বাংলা'। রেজাল্ট বেরনোর আগেই চলল সবুজ আবির খেলা। ভোটের ফলাফল তো বটেই পাশাপাশি সকলের মঙ্গলকামনায় এই যজ্ঞ বলে জানান নেতা। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।