বাংলা নিউজ >
দেখতেই হবে >
ভোটযুদ্ধ >
Video: ভোট গণনা কেন্দ্রে একসঙ্গে সেলফি তৃণমূলের মহুয়া মৈত্র ও বিজেপির অমৃতা রায়ের! কাউন্টিং এর মাঝে সৌজন্যের ছবি
Updated: 04 Jun 2024, 11:55 AM IST
Sayani Rana
৪ জুন অর্থাৎ আজ প্রকাশিত হবে লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল। তাই আজ সকাল থেকেই গণনাকেন্দ্রের বাইরে দেখা মিলছে প্রার্থীদের। নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও চলছে ভোট গণনা। গণনা কেন্দ্রে প্রবেশ তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ও বিজেপি প্রার্থী অমৃতা রায় একসঙ্গে প্রবেশ করেন। তারপর তাঁরা দু'জনেই একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন।