Updated: 02 Jun 2024, 12:04 AM IST
Arghya Prasun Roychowdhury, Satyen Pal
লোকসভা নির্বাচনের আগে এখনও ‘রাগ’ কমছে না সন্দেশখালির। শেখ শাহজাহান, শিবু হাজরারা জেলে গেলেও ‘ক্ষোভ’ কমেনি। সকলের মনে যে শুধু ‘ক্ষোভ’ আছে, তা নয়। জমে আছে ভয়। এখনও তাঁরা ভয়ে সিঁটিয়ে আছেন, আগে কী হয়েছে, সেটা ভুলে যেতে পারছেন না। যে জমিতে একটা সময় তাঁরা ‘সোনা’ ফলাতেন, গায়ের জোর ফলিয়ে সেটা ভেড়িতে পরিণত করা হয়েছে বলে অভিযোগ। তাঁরা কী বলছেন? তৃণমূল কংগ্রেস কী বলছে? তা শুনলেন হিন্দুস্তান টাইমস বাংলার সম্পাদক অর্ঘ্য প্রসূন রায়চৌধুরী এবং প্রতিনিধি সত্যেন পাল।