চূড়ান্ত ঘোষণার অপেক্ষা ছিল। শনিবার সন্ধ্যায় বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন শুভেন্দু অধিকারী। আর সেই হাইভোল্টেজ লড়াই ঘিরে ক্রমশ চড়ছে পারদ। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর শুভেন্দুকে প্রশ্ন করা হয়, যদি নন্দীগ্রাম থেকে জিতে যান এবং বিজেপি সরকার গঠন করে, তাহলে তিনিই কি মুখ্যমন্ত্রী পদের দাবিদার হতে চলেছেন। সেই প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন,‘বিজেপিতে এভাবে কেউ একা সিদ্ধান্ত নেয় না। আমি দলের অনুগত সৈনিক। এবার নির্বাচনে একটা দল হিসেবে আমরা কাজ করছি। দলের যে প্রক্রিয়া, সেটা দল ঠিক করবে। আমি দাবিদার নই। আমি বিজেপির বিশ্বস্ত কর্মী। তাই এরকম আকাশ-কুসুম প্রশ্নের উত্তর দেব না।’ বিস্তারিত দেখুন ভিডিয়োয় -