বাংলা নিউজ >
দেখতেই হবে >
গ্রামবাসীদের ঘরে মজুত ছিল 'মহুয়া', গ্রামে তেড়ে এল হাতির দল! তাণ্ডবে ত্রস্ত বাসিন্দারা
Updated: 03 Apr 2022, 07:47 PM IST
লেখক Sritama Mitra
ছত্তিশগড়ের সুরগুজা গ্রামে প্রায় ১৫ টি বাড়ি পর পর ভেঙে দিয়েছে হাতির দল। গ্রামবাসীরা বলছেন,তাঁদের ঘরে মজুত ছিল 'মহুয়া'। এছাড়াও ছিল আখ। আর তাতেই গ্রামে ঢুকে ওই বাড়িগুলির দিকে এগিয়ে যায় হাতির দল। উল্লেখ্য, লখনপুর-ধরমজায়গড় এলাকায় বহুদিন ধরে এভাবে চলেছে হাতির তাণ্ডব। গ্রামবাসীরা বলছেন, এলাকা দাপিয়ে বেড়াচ্ছে ৫ টি হাতি। বিষয়টি নিয়ে মুখ খোলে বনদফতর। ফরেস্ট অফিসার পঙ্কজ কমল তুলে ধরেন গ্রামের পরিস্থিতি।