বাংলা নিউজ > দেখতেই হবে > 'মোদীই ঠিক বলছেন,এটা যুদ্ধের সময় নয়', ম্যাক্রোঁ বার্তা UN-এ

'মোদীই ঠিক বলছেন,এটা যুদ্ধের সময় নয়', ম্যাক্রোঁ বার্তা UN-এ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ম্যাক্রোঁ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন গত সপ্তাহে পুতিনের সঙ্গে মোদীর সাক্ষাতের সময় ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য। প্রসঙ্গত, এসসিও বৈঠকের মাঝে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিশেষ বৈঠকে মোদী বলেছিলেন 'এটা যুদ্ধের সময় নয়'। মোদীর সেই বক্তব্যকে তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেন ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী মোদি ঠিকই বলেছেন।' ম্যাক্রোঁ বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী মোদিই ঠিক। তিনি বলেছেন, এটা যুদ্ধের সময় নয়।' তিনি আরও বলেন, 'পূর্ব পশ্চিমের বিরোধিতা করবে অথবা পশ্চিমের বিরুদ্ধে প্রতিশোধ নেবে, তা ঠিক নয়।' এরই সঙ্গে ম্যাক্রোঁ বলেন, 'যে চ্যালেঞ্জের আমরা মোকাবিলা করছি তার বিরুদ্ধে আমাদের সার্বভৌম ঐক্য বজায় রেখে লড়াই করারই সময় এটা।'