বাংলা নিউজ >
দেখতেই হবে >
Watch। Empty coach catches Fire:বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়ানো কোরবা এক্সপ্রেসের খালি বগিতে অগ্নিকাণ্ড
Updated: 04 Aug 2024, 08:47 PM IST
Sritama Mitra
এই দৃশ্য বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়ানো কোরবা বিশাখাপত্তনম এক্সপ্রেসের। সেখানে রবিবার বেলা ১০ টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। সেখানে অগ্নিকাণ্ডের জেরে হতাহতের খবর নেই। জানা গিয়েছে, স্টেশনে দাঁড়ানো ফাঁকা কোচে আগুন লেগেছিল। পরে এক ঘণ্টা ধরে প্রশাসনিক তৎপরতার পর সেই আগুন নিভে যায়।