সুশান্ত সিং রাজপুত পথ দেখিয়েছিলেন সেই সব টেলিভিশন তারকাদের যাঁরা স্বপ্ন দেখতেন ছোট পর্দা পেরিয়ে রুপোলি পর্দায় পাকা জায়গা করে নিতে।এই তালিকায় রয়েছেন রাধিকা মদনও। বালাজি টেলিফিল্মসের মেরি আশিকী তুমসে হি'র সলোনি এখন আংরেজি মিডিয়ামের তারিকা বনশল নামেও পরিচিত। রাধিকার কথায়,বলিউডের রন্ধ্রে রন্ধ্রে নেপোটিজমের গন্ধ রয়েছে। আউটসাইডারদের জন্য এখানে লড়াইটা অনেক বেশি কঠিন,কিন্তু লড়াই জারি থাকবে।ঘরবন্দি দশাতেই সঙ্গীতশিল্পী জসলিন রয়্যালের সঙ্গে জুটি বেঁধে লতা মঙ্গেশকরের আইকোনিক গান লগ যা গলে নিয়ে হাজির হয়েছেন রাধিকা। যেখানে নায়িকার পিয়ানো বাজানোর দক্ষতা অনেকেরই নজর কাটছে। নিজের নতুন প্রজেক্ট,সুশান্ত সিং রাজপুত,নেপোটিজম-সব কিছু নিয়ে মন খোলা আড্ডায় রাধিকা ও জসলিন।