বলিউডের অন্যতম পাওয়ারফুল অভিনেত্রী হিসাবেই পরিচিত তাপসী পান্নু। তাপসীর ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে নাম শাবানা,পিঙ্ক, থাপ্পড়ের মতো নারীকেন্দ্রিক ছবি-যেখানে অনবদ্য পারফরম্যান্সের জেরে দর্শকদের মন জিতে নিয়েছেন তাপসী পান্নু। তবে বলিউড সফরের শুরুটা সহজ ছিল না তাপসীর। দক্ষিণী ছবির প্রতিষ্ঠিত অভিনেত্রী ছিলেন তাপসী। তামিল,তেলুগু,মালায়ালমের মতো ভাষায় দশটি ছবিতে অভিনয়ের পর ২০১৩ সালে তাপসী বলিউডে ডেব্যিউ করেন চশমে বদ্দুরের সঙ্গে-কিন্তু তা সত্ত্বেও প্রাপ্য সম্মান মেলেনি,আক্ষেপ নায়িকার। 'সাউথ কি হিরোইন' ট্যাগটা মুছে ফেলতে অনেক সময় লেগেছে বলিউডে এই আউটসাইডারের- HT City এডিটর মনিকা রাওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে সেই গল্প শোনালেন তাপসী।