গৃহবন্দি জীবনেই বেঁচে থাকার রসদ খুঁজে নিতে অনেকের ... more
গৃহবন্দি জীবনেই বেঁচে থাকার রসদ খুঁজে নিতে অনেকের ভরসা তাঁর গান । তবে লকডাউনে কেমনভাবে বেঁচে থাকার গান বাঁধছেন অনুপম রায়, সেই গল্পই শোনালেন ফিভার এফএময়ের RJ শেখরকে। ফিভার নেটওয়ার্কের #100Hours100Stars অনুষ্ঠানে অংশ নিলেন জাতীয় পুরস্কারজয়ী এই সঙ্গীতশিল্পী।