100 Hours 100 Stars: আশা ভোঁসলে-সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে শুরু যাত্রা Updated: 02 May 2020, 10:18 PM IST HT Bangla Correspondent দুই জগতের দুই দিকপাল - আশা ভোঁসলে ও সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁদের হাত ধরে শুরু হল ৯৪.৩ রেডিয়ো ওয়ান ও ১০৪ ফিভার এফ এমের #100Hours100Stars-র যাত্রা।