সাফল্য ও ব্যর্থতা দুটোই অভিনেতার জীবনের অংশ, মনে করেন অভিষেক বচ্চন। ২০০০ সালে রেউজি ছবির সঙ্গে কেরিয়ার শুরু হয়েছিল জুনিয়ার বি'র দেখতে দেখতে দু দশক পার করে ফেলেছেন তিনি। অভিনেতার কথায়,'আমি প্রতিদিন নিজের ছবি দেখি,এবং সেগুলোর মধ্যে ভুলত্রুটি খুঁজে পাই-নোট লিখি কীভাবে ভবিষ্যতে নিজেকে আরও ভালো অভিনেতা হিসাবে তুলে ধরব,প্রতিদিন নিজেকে ঘষামাজা করতে হয়। এইভাবেই অভিনেতা হিসাবে আরও ভালো হওয়া যাবে'। শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে ডেব্যিউ করতে চলেছেন বচ্চন পুত্র।আমাজন প্রাইমের ব্রেথ ইনটু দ্য শ্যাডোজে দেখা যাবে অভিষেককে। এই সিরিজে থাকছেন অমিত সাধ,নিত্যা মেননও। ১০ জুলাই থেকে শুরু হবে ব্রেথ: ইনটু দ্য শ্যাডোজের স্ট্রিমিং।