Updated: 22 Jul 2024, 11:08 PM IST
Sayani Rana
‘সোহাগ চাঁদ’ পূর্ণ করল ৬০০ এপিসোড। মেগার কলাকুশলীদের নিয়ে কেক কেটে হল উদযাপন। এই মেগায় মুখ্য ভূমিকায় রয়েছেন অন্বেষা রায় মুখোপাধ্যায়। তাঁর বিপরীতে 'চাঁদ'-এর ভূমিকায় রয়েছেন অভিষেক বীর শর্মা। এখন মেগায় তিনি কেবল নায়ক নন বরং 'চড়কি'-র বাবাও। ধারাবাহিকে নিজের চরিত্র নিয়ে যা বললেন অভিষেক। বিস্তারিত দেখুন ভিডিয়োয়।