Laxmi Pujo 2021: তনুশ্রীর বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজো, দেবীকে দেওয়া হয় ইলিশ ভোগ ! Updated: 20 Oct 2021, 09:21 PM IST লেখক Priyanka Mukherjee আম বাঙালির পাশাপাশি মা লক্ষ্মীর আরাধনয়া ব্রতী তারকারাও। ধনদেবীর আরাধনায় শামিল হয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। নিজের হাতে আলপনা দিলেন নায়িকা। তনুশ্রীর বাড়িতে লক্ষ্মী পুজোর বিশেষত্ব হল খিচুড়ির সঙ্গে ভোগে ইলিশ মাছ দেওয়া হয় দেবীকে।