শেডিউল মেনেই বৃহস্পতিবার বেল বটমের শ্যুটিংয়ে... more
শেডিউল মেনেই বৃহস্পতিবার বেল বটমের শ্যুটিংয়ে লন্ডন উড়ে গেলেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার ও টিম বেল বটমের অনান্য সদস্যের লন্ডন যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল একটি বিশেষ বিমানের। এদিন সপরিবারেই লন্ডন রওনা দিয়েছেন আক্কি। করোনা সংকটের মধ্যে ধীরে ধীরে শ্যুটিংয়ে ফিরছেন অভিনেতারা। তবে এই পরিস্থিতিতে বেল বটমই প্রথম বলিউড ছবি যার শ্যুটিং শুরু হতে চলেছে বিদেশে। এদিন পূর্ণ সতর্কতা মেনেই লন্ডন যাত্রা করলেন খিলাড়ি কুমার। এদিন মাস্কে মুখ ঢেকে বিমানের ভিতর দেখা মিলল তাঁর। এয়ারপোর্টে হুমা কুরেশি, লারা দত্তদের সঙ্গে লেন্সবন্দী হয়েছেন আক্কি। আশির দশকের প্রেক্ষাপটে সাজানো পরিচালক রণজিত এম তিওয়ারির স্পাই থ্রিলার বেল বটম। ছবিতে অক্ষয়ের নায়িকা বাণী কাপুর।২০২১ সালের ২-রা এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির।