Updated: 15 Jul 2024, 09:15 AM IST
Sayani Rana
১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট সাতপাকে বাঁধা পড়েছেন। বিয়ের পর শুরু হয় তাঁদের রিসেপশন পার্টি। আম্বানিরা অবশ্য তাঁদের ছোট ছেলের এই বিশেষ অনুষ্ঠানের নাম রেখেছেন 'মঙ্গল উৎসব'। ১৪ জুলাই মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসে 'মঙ্গল উৎসব'-এর আসর। রিসেপশনের রাতে প্রকাশ্যে আসে নব দম্পতির রাজকীয় লুক। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।