Updated: 21 Oct 2021, 09:08 PM IST
লেখক Tulika Samadder
বৃহস্পতিবার আরিয়ান মামলার চর্চা লেগে ছিল সবার মুখে... more
বৃহস্পতিবার আরিয়ান মামলার চর্চা লেগে ছিল সবার মুখে। এক তো, ছেলের সঙ্গে দেখা করতে নিজে আর্থার রোডের জেলে যান শাহরুখ। সঙ্গে, মাদক মামলায় এদিন জেরা করা হয় অনন্যা পাণ্ডেকে। শাহরুখের বাড়িতে এনসিবির হাজির হওয়া নিয়েও সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন শাহরুখ ভক্তরা। সঙ্গে ছেলের সঙ্গে দেখা করতে যাওয়া ও বেরনোর সময় আর্থার রোড জেলের বাইরে যেভাবে সাংবাদিকরা ক্যামেরা ও ব্যুম নিয়ে ‘তেড়ে গিয়েছেন’ বাদশার দিকে, তারও সমালোচনা হয়। বাড়ে আরিয়ানের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদও।