Video: ছেলেকে নিয়ে আলিপুর চিড়িয়াখানায় শুভশ্রী, স্কুলের বন্ধুদের সঙ্গে পিকনিকে রাজ-পুত্র Updated: 11 Dec 2022, 10:01 PM IST লেখক Priyanka Mukherjee Subhashree-Yuvaan: ছেলেকে নিয়ে আলিপুর চিড়িয়াখানায় হাজির শুভশ্রী। ইউভানের প্লে-স্কুলের তরফে আয়োজন করা হয়েছিল এই ট্রিপ। প্রথমবার বাঘ, সিংহ দেখে বেজায় উৎসাহিত ইউভান, মায়ের সঙ্গে দারুণ সময় কাটলো তাঁর।