একসঙ্গে পথচলার চার বছর পার করে ফেলতে চলেছেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ২০১৬ সালের ৩০ এপ্রিলে করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর্ব সারেন এই বাঙালি কন্যা। কেমনভাবে নিজের মনের কথা বিপাশাকে জানিয়েছিলেন করণ, সেই রহস্যই ফাঁস করলেন বিপাশা। হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক্সক্লুসিভ আড্ডায় বিপস জানান, নববর্ষের প্রাক্কালে আতসবাজির রোশনাইের মাঝে আচমকাই বিপাশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন করণ। সেই সময় মোবাইল হাতে আতসবাজি ফ্রেমবন্দি করতে ব্যস্ত ছিলেন নায়িকা। করণের হাতে আংটি দেখেই কেঁদে ফেলেন তিনি। প্রায় দশ মিনিট হাঁটু গেড়ে বসেছিলেন করণ। উল্লেখ্য বিয়ের পর প্রথমবার অভিনয়ের দুনিয়ার ফিরলেন বিপাশা। শুক্রবারই ওটিটি প্ল্যাটফর্ম মিক্স প্লেয়ার্সে মুক্তি পেল এই জুটির নতুন ছবি ডেঞ্জারাস।