একটা সময় টলিগঞ্জের ডাকসাইটে ‘ভিলেন’ ছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়। রুপোলি পর্দায় হোক বা টেলিভিশনে, তাঁকে দেখলেই দর্শকদের গা জ্বলত। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে পাঁচ দশক পার করে ফেলেছেন বিপ্লব চট্টোপাধ্যায়। সেই সফর এবার উঠে এল বইয়ের পাতায়। প্রকাশিত হত অভিনেতার আত্মজীবনী 'আমি বিপ্লব'। বই লঞ্চের আসরে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্য়ায়রা। আফসোসের সুরে শুভাশিস মুখোপাধ্যায় বলেন, ‘আজকের প্রজন্ম বিপ্লবদাকে ভুল বুঝছে।… উনি একজন গুণী অভিনেতা, কাজ শিখে উনি এত বছর অভিনয় করেছেন। ওঁনাকে কাজের সুযোগ দেওয়া হোক’।