শুক্রবার মুক্তি পেতে চলেছে আবির চট্টোপাধ্যায় অভিনী... more
শুক্রবার মুক্তি পেতে চলেছে আবির চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'আবার বছর কুড়ি পরে'। এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অর্পিতা চট্টোপাধ্যায় এবং আবির। থাকছেন তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ। এ ছবি বন্ধুত্বের গল্প, স্কুলের বন্ধুদের গল্প, এক টুকরো শৈশবের গল্প। নিজের স্কুল জীবনের অনাবিল হাসি ঠাট্টার দিনগুলো থেকে শুরু করে এই ছবিতে কাজের অভিজ্ঞতার বাইরেও নানান অজানা কথা হিন্দুস্তান টাইমস বাংলা-র সঙ্গে শেয়ার করলেন আবির চট্টোপাধ্যায়।