Laksmi Puja 2022: ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা থেকে ওম-মিমি, লক্ষ্মী বন্দনায় টলি তারকারা Updated: 10 Oct 2022, 12:44 AM IST লেখক Priyanka Mukherjee এসো মা লক্ষ্মী, বসো ঘরে….। রবিবার ছিল কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলা জুড়ে এদিন পূজিত ধনদেবী। আম জনতার পাশাপাশি রুপোলি দুনিয়ার তারকারাও এদিন ব্যস্ত মা লক্ষ্মীর আরাধনায়। দেখুন টলি নায়িকাদের পুজোর ঝলক-