বাংলা নিউজ > দেখতেই হবে > বায়োস্কোপ > গ্রামি জয়ী ভারতীয় সুরকার রিকি কেজ ও ১২ উদ্বাস্তু গায়কের গলায় ‘জন গন মন’, শুনুন

গ্রামি জয়ী ভারতীয় সুরকার রিকি কেজ ও ১২ উদ্বাস্তু গায়কের গলায় ‘জন গন মন’, শুনুন

৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে গ্র্যামি অ্যাওয়ার্ডের বিজেতা রিকি কেজ ও ভারতে বসবাসকারী চার দেশের ১২ উদ্বাস্তু গায়কের গলায় উঠে এল ভারতের জাতীয় সংগীত ‘জন গন মন’। যা ‘Ministry of Culture’-এর তরফে শেয়ার করে নেওয়া হয়েছে টুইটারে। প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার গ্র্যামি জিতলেন ভারতীয় সুরকার রিকি।