দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। ‘তাণ্ডব’-এর পর সেই বিতর্ক আরও বেড়েছে। সেই পরিস্থিতিতে রবিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন সিরিয়াল এবং সিনেমা নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ছে। তাতে রাশ টানতে এবার নয়া নির্দেশিকা আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাঁর কথায়, ‘ওটিটি প্ল্যাটফর্মের কয়েকটি সিরিয়াল নিয়ে আমাদের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা এবং ডিজিটাল কাগজ প্রেস কাউন্সিল আইন এবং কেবল টিভি নেটওয়ার্ক (নিয়ন্ত্রণ) আইন না সেনসর বোর্ডের আওতায় আসে না। সে বিষয়গুলি নিয়ে শীঘ্রই কয়েকটি নির্দেশিকা নিয়ে আসব।’ আর কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী, দেখে নিন ভিডিয়োয় -