HTLS 2020 : করোনাকালে নিকের এই প্রোজেক্টে বুঁদ ছিলেন পত্নী প্রিয়াঙ্কা চোপড়া
Updated: 11 Dec 2020, 08:58 PM ISTকোভিড-১৯ লকডাউনে দীর্ঘ সময় ঘরবন্দি থেকেছে গোটা বিশ্ব। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও অতিমারীর আতঙ্ক এখনও কাটেনি। কোভিড লকডাউনটা কীভাবে কাটিয়েছেন নিয়াঙ্কা জুটি? সেই নিয়ে শুক্রবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে মুখ খুললেন জোনাস দম্পতি। করোনা পরিস্থিতিতে কাজে ফেরার অভিজ্ঞতা ভাগ করে নিলেন জুটি। সদ্যই নিক মিউজিক রিয়ালিটি শো ভয়েসের শ্যুটিং শুরু করেছেন। এছাড়াও নেটফ্লিক্সে প্রযোজক নিকের ‘ড্যাশ অ্যান্ড লিলি’ ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে। সেই নিয়ে প্রিয়াঙ্কা জানান, করোনা লকডাউনে এই সিরিজে বুঁদ ছিলেন তিনি। দেখুন হিন্দুস্তান টাইমসের এন্টারটেনমেন্ট ও লাইফস্টাইল এডিটর ইন চিফ, সোনাল কালরার সঙ্গে নিক-প্রিয়াঙ্কার আলাপচারিতার এই মিষ্টি ভিডিয়ো।