বাংলা নিউজ > দেখতেই হবে > বায়োস্কোপ > Kareena in Darjeeling: জেহ'কে নিয়ে বাংলার শৈলশহর দার্জিলিং-এ করিনা, কেসটা কী?

Kareena in Darjeeling: জেহ'কে নিয়ে বাংলার শৈলশহর দার্জিলিং-এ করিনা, কেসটা কী?

বাঙালি পরিচালক সুজয় ঘোষের আসন্ন ওয়েব সিরিজের শ্যুটিং-এ দার্জিলিং-এ হাজির হয়েছেন নবাব বেগম। নেটফ্লিক্সের জন্যে ‘ভিডিশন’ নামে ওয়েব সিরিজ তৈরি করছেন সুজয় ঘোষ, বুধবার থেকেই এর শ্যুটিং শুরু করবেন করিনা। তার আগে মঙ্গলবার মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে লেন্সবন্দি হলে বেবো। আগামী ৭ দিন দার্জিলিং-এর আনাচেকানাচে চলবে শ্যুটিং পর্ব।