Updated: 20 Aug 2021, 05:47 PM IST
লেখক Priyanka Mukherjee
গদাধরের শ্রীরামকৃষ্ণ হয়ে উঠবার পর্ব ইতিমধ্যেই দেখছে দর্শক।এবার ‘করুণাময়ী রাণি রাসমণি: উত্তর পর্ব’-এর গল্পে আসছে নতুন চমক। প্রাণ সংশয় জগদম্বার, তাঁকে বাঁচাতে সর্বস্ব উজাড় করে চেষ্টা চালাবে রামকৃষ্ণ। অন্যদিকে শীঘ্রই সারদার দক্ষিণেশ্বরে আগমনের কাহিনি গল্প ফুটে উঠবে। সিরিয়ালের আপকামিং ট্র্যাকে কী কী চমক থাকছে, ফাঁস করলেন স্বয়ং ‘রামকৃষ্ণ’ সৌরভ সাহা।