'আমি আপ্লুত এই ছবিতে কাজ করতে পেরে, এটা স্বপ্নের প... more
'আমি আপ্লুত এই ছবিতে কাজ করতে পেরে, এটা স্বপ্নের প্রোজেক্ট', 'খেলা যখন' ছবির শ্যুটিংয়ের প্রথম দিন জানালেন মিমি চক্রবর্তী। পরিচালক অরিন্দম শীলের এই ছবিতে আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন মিমি-অর্জুন। মিমি,অর্জুন,সুস্মিতা ছাড়া এই ছবিতে থাকছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, হর্ষ ছায়া, জুন মালিয়ারা। কলকাতায় মাত্র ৪দিনের শ্যুটিং, ২০ দিন ওড়িশায় এই ছবির শ্যুটিং সারবেন মিমি-অর্জুনরা।