রবিবার বাগডোগর বিমানবন্দরে লেন্সবন্দি হন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। একান্ত ব্যক্তিগত সফরে বাড়ি ফিরেছেন জলপাইগুড়ির মেয়ে। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা সড়কপথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারকা সাংসদ। এয়ারপোর্টে এক ক্যাজুয়াল লুকে লেন্সবন্দি হলেন নায়িকা। তবে এয়ারপোর্টের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের দেখে চমকে যান তিনি। পালটা প্রশ্ন, ‘আপনারা জানলেন কী করে আমি আসব? আমার বাড়ির লোকেরাই তো সবাই জানে না। কাল গভীর রাতে জানালাম'।