Mithai BTS: তোর্সার সঙ্গে বিয়ের পর সোমদা পালটে গেছে, এখনও ফ্যামিলিম্যান: 'উচ্ছেবাবু' আদৃত Updated: 06 Dec 2021, 05:13 PM IST লেখক Priyanka Mukherjee আবারও নতুন চ্যালেঞ্জের মুখে মিঠাই। নিপার ছোট্ট ভুল কি বড় বিপদ ডেকে আনবে মোদক পরিবারের? অন্যদিকে তোর্সা আর মিঠাইকে সামলাতে গিয়ে নাজেহাল সিদ্ধার্থ, সোম। ধারাবাহিকের আগামী পর্বে কী কী চমক আসছে, ফাঁস করল কলাকুশলীরা।