মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এলেন নুসরত জাহান। ঈশান কেমনভাবে তাঁর জগত পালটে দিয়েছে সে কথা নিজের মুখেই বললেন তারকা সাংসদ। পাশাপাশি ছেলের পিতৃপরিচয় বিতর্ক নিয়েও মুখ খুললেন নায়িকা। ঈশানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করা হলে নুসরত বলেন, এটা খুব অদ্ভুত প্রশ্ন এটা-বাচ্চার বাবা কে। এটা কোনও নারীর চরিত্রে কালো দাগ লাগানোর চেষ্টা। যিনি বাবা তিনি জানেন। আমরা ভালো পেরেন্টহুড কাটাচ্ছি। আমি আর যশ একসঙ্গে ভালো সময় কাটাচ্ছি।