Paoli Dam Dhunuchi Dance: দশমীতে বাজল ঢাক, পাওলি নাচলেন ধুনুচি হাতে, আবাসনেই হল সিঁদুর খেলা
Updated: 06 Oct 2022, 02:38 PM ISTদুর্গাপুজোয় দশমী মানেই বিসাদরে সুর। মা আবার চলে যাবেন কৈলাসে স্বামীর ঘরে। যদিও দেবী দুর্গাকে বিদায় জানানোর আগে সিঁদুর খেলা সেই বিষাদেও দেয় আনন্দ। সঙ্গে ধুনুচি নাচ তো আছেই। টলিউড নায়িকা পাওলিকেও পাওয়া গেল এই চেনা ছন্দেই। লাল পাড়ের সাদা শাড়ি পরে দুর্গা মাকে বরণ করলেন তিনি। তারপর নাচলেন মন খুলে নিজের কলকাতার ফ্ল্যাটের আবাসনের পুজোতে।