Updated: 18 Jul 2020, 07:05 PM IST
লেখক Priyanka Mukherjee
টলিগঞ্জের প্রথম সারির নায়িকা পাওলি দাম। বলিউডেও পরিচিত মুখ পাওলি। নিজের সাহসী ব্যক্তিত্বের জন্য সবসময়ই প্রশংসা কুড়িয়েছেন নায়িকা। করোনা সংকটেও ‘কালী টু’ এর মতো ওয়েব সিরিজ এবং বুলবুলের মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন পাওলি। আমাদের প্রতিনিধি স্তুতি ঘোষের সঙ্গে জমজমাট আড্ডার ফাঁকেই নায়িকা মেতে উঠলেন মজার খেলায়। ব়্যাপিড ফায়ার রাউন্ডে ফাঁস করলেন নিজের ব্যক্তিগত জীবনের একাধিক রহস্য।