২৪ জুন নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে প্রযোজক অনুষ্কা শর্মার নতুন ছবি ‘বুলবুল’। এই সুপারন্যাচরাল থ্রিলারে বাঙালি দর্শকদের জন্য বাড়তি আকর্ষন হতে চলেছে টলিগঞ্জের দুই তারকা পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দামের উপস্থিতি। পরির পর অনুষ্কা শর্মার প্রযোজনা সংস্থায় ফের কাজ করলেন পরম,অন্যদিকে এটাই পাওলির সঙ্গে ক্লিনসেটের প্রথম অ্যাসোশিয়েশন। গ্রাম বাংলার পেত্নী-শাকচুন্নিদের নিয়ে প্রচলিত লোকগাথা এবং একসঙ্গে উনবিংশ শতকের শেষভাবে ভারতীয় সমাজব্যবস্থাকে জাঁকড়ে থাকা ছিল কুপ্রথার গল্প উঠে আসবে বুলবুল। এই ছবি নিয়েই আরজে স্তুতির সঙ্গে আড্ডা দিলেন পাওলি-পরম। যেখানে কো-স্টার পাওলি সম্পর্কে পরমফাঁস করলেন নায়িকা নাকি দুর্দান্ত গুলি খেলতে পারেন! বুলবুল নিয়ে আর কী বললেন তাঁরা?