Parineeti-Raghav: সাংসদ প্রেমিকের হাত ধরে এয়ারপোর্টে পরিণীতি! প্রিয়াঙ্কার উপস্থিতিতেই হবে বাগদান? Updated: 02 Apr 2023, 09:39 PM IST লেখক Priyanka Mukherjee আপ (AAP) নেতার সঙ্গে মুম্বই বিমানবন্দরে হাসিমুখে লেন্সবন্দি পরিণীতি চোপড়া। বিয়ের গুঞ্জনের মাঝেই আবারও ধরা দিলেন জুটিতে। আপতত মুম্বইয়ে রয়েছেন পরিণীতির দিদি প্রিয়াঙ্কা। তবে কি পিগি চপসের উপস্থিতিতেই রাঘব চড্ডার সঙ্গে আংটি বদল সারবেন নায়িকা?