পরিণীতিতে বাঁধা পড়লেন আপ সাংসদ রাঘব চড্ডা, দেখুন বাগদানের ভিডিয়ো
Updated: 13 May 2023, 11:57 PM ISTসাদা পোশাকে রাঘবের বাহুডোরে পরিণীতি। সব জল্পনার অবসান ঘটিয়ে শনিবার দিল্লিতে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বাগদান সারলেন পরিণীতি চোপড়া। এনগেজমেন্ট সেরে অনামিকার সুবিশাল হিরের আংটি ফ্লন্ট করলেন নায়িকা। বার্তা, 'ঠিক যেমনটা প্রার্থনা ছিলাম... তাঁকে হ্যাঁ বলেই দিলাম...'।