বাংলা নিউজ > দেখতেই হবে > বায়োস্কোপ > Video: মুসলমান সারা কেন মহাকাল মন্দিরে? কটাক্ষের শিকার নবাব কন্যার মোক্ষম জবাব

Video: মুসলমান সারা কেন মহাকাল মন্দিরে? কটাক্ষের শিকার নবাব কন্যার মোক্ষম জবাব

Sara Ali Khan: মহাকাল মন্দিরে শিবপুজো করে ট্রোলড সারা আলি খান। মুসলিম সারাকে কেন অনুমতি দেওয়া হল মন্দিরের গর্ভগৃহে প্রবেশের প্রশ্ন নেটপাড়ার। বিতর্কে নায়িকার পাশে সহ-অভিনেতা ভিকি কৌশল। নিন্দকদের পালটা জবাব দিলেন সইফ কন্যা। তাঁর কথায়, ‘আমার ধর্মবিশ্বাস একান্তভাবেই আমার ব্যক্তিগত, আমি যে শ্রদ্ধা নিয়ে আজমির শরীফ দরগায় যাই, একই শ্রদ্ধা নিয়ে মহাকাল মন্দিরে যাই, কারণ সেখানে আমি শান্তি খুঁজে পাই’। ট্রোলারদের নিয়ে তাঁর সাফ বার্তা, ‘কুছ তো লোগ কেহেঙ্গে..’।