Priyanka Chopra: বিয়ের পর মার্কিন মুলুকে সংসার পেতেছেন প্রিয়াঙ্কা। বলিউড নয়, এখন দেশি গার্লের নজরে হলিউড। গত তিন বছর দেশের মাটি থেকে দূরে ছিলেন অভিনেত্রী, মঙ্গলবার কাকভোরে মুম্বই এসে পৌঁছান নায়িকা। এই তিন বছরে অনেকটা বদলেছে অভিনেত্রীর জীবন। এখন তিনি শুধু সুপারস্টার বা নিক ঘরণী নন, একজন দায়িত্বশীল মা-ও বটে! সকলকে মুগ্ধ করল প্রিয়াঙ্কার এয়ারপোর্ট লুক। ডেনিম অন ডেনিম লুকে নজরকাড়া দেশি গার্ল। তবে সবার খোঁজ মালতি কোথায়?