বাংলা নিউজ > দেখতেই হবে > বায়োস্কোপ > Video: এবার বলিউডে উত্তম-ভানুর ‘ভ্রান্তিবিলাস’? প্রকাশ্যে রণবীরের সাকার্সের ট্রেলার

Video: এবার বলিউডে উত্তম-ভানুর ‘ভ্রান্তিবিলাস’? প্রকাশ্যে রণবীরের সাকার্সের ট্রেলার

প্রকাশ্যে এল রণবীর সিং-এর আসন্ন ছবি ‘সাকার্স’-এর ট্রেলার। মুম্বইয়ে ছবির ট্রেলার লঞ্চে শামিল গোটা টিম। রোহিত শেট্টির এই রোম্যান্টিক কমেডিতে ডবল রোলে রয়েছেন রণবীর। নায়িকা চরিত্রে থাকছেন জ্যাকলিন ও পূজা। শেক্সপিয়ারের ‘কমেডি অফ এররস'-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই ছবি। সুতরাং জনপ্রিয় বাংলা ছবি ‘ভ্রান্তিবিলাস’-এর ছাপও থাকবে এই ছবিতে।