ডাবিং সেরে ফেরার পথে বৃহস্পতিবার মুম্বইয়ের প্রকাশ্য রাস্তায় অভিনেতা রণবীর সিংয়ের গাড়িতে ধাক্কা মারে এক বাইক আরোহী। তাতে অভিনেতার কোনওরকম চোট না লাগতেও ক্ষতিগ্রস্ত হয় তাঁর এসইউভি। আর সেই ক্ষতি তক্ষুনি খতিয়ে দেখতে ভিড় রাস্তায় নেমে পড়েন রণবীর। স্বভাবতই রণবীরের সেই ছবি বন্দী হয়ে যায় পাপারাতজিদের ক্যামেরায়। অল্প কিছুক্ষণ সেই পরিস্থিতি খতিয়ে দেখে ফের গাড়ি নিয়ে রওনা দেন তারকা। এরপর যশ রাজ ফিল্মের স্টুডিওতে দেখা মেলে রণবীরের। বক্স অফিসে রণবীরের পরবর্তী ছবি হতে চলেছে ৮৩। চলতি বছর ক্রিসমাসে মুক্তি পাবে পরিচালর কবীর খানের এই ছবি। ভারতের প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয়ের এই গল্পে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে।