গত সোমবার রবি কিষান লোক সভায় বলিউডের মাদকযোগের প্র... more
গত সোমবার রবি কিষান লোক সভায় বলিউডের মাদকযোগের প্রসঙ্গ তোলবার পর থেকেই সংবাদ শিরোনামে ভোজপুরী ছবির সুপারস্টার তথা বিজেপি সাংসদ রবি কিষাণ।শনিবার এই অভিনেতার দিকেই পালটা মাদক সেবনের অভিযোগ তুলেছেন অনুরাগ কশ্যপ। অনুরাগের অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেন রবি কিষাণ। তিনি বলেন, আমি অনুরাগের কাছ থেকে এটা আশা করিনি। এটা কোনও সিক্রেট নয় যে আমি ভগবান শিবের ভক্ত। আর হ্যাঁ, আমি প্রতিদিন সকালে ওঁনার নাম জপ করি। আমি মর্মাহত যে এই ইস্যুতে (ড্রাগের বিরুদ্ধে লড়াই) অনুরাগ আমার পাশে দাঁড়াল না।ও বলছে আমি গাঁজা খেতাম, এখন হয়ত খাই না মন্ত্রী হয়ে গিয়েছি বলে ! ওকে জানিয়ে রাখি আমি মন্ত্রী নই'। সাংবাদিক ফায়ে ডিজুজার সঙ্গে এক আলাপচারিতায় অনুরাগ কশ্যপ বলেন, ‘আমার মুক্কাবাজ ছবিতে অভিনয় করেছে রবি কিষাণ।ওর দিন শুরু হয় জয় শিব শঙ্কর, জয় বম ভোলে, জয় শিব শম্ভু বলে। ও এমন একজন মানুষ যে নিজেই উইড (এক ধরণের গাঁজা) সেবন করে। সবাই এটা জানে। গোটা দুনিয়া জানে। এখন অবশ্য ছেড়ে দিয়ে থাকতে পারে, এখন ও মন্ত্রী-হয়ত এক শুদ্ধ হয়ে গেছে’।