সুশান্ত সিং রাজপুত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর সোমবার দেখা মিলল মুম্বইয়ে এনসিবির সদর দফতরে। এদিন ব্যালাড এস্টেটের অফিসে পৌঁছেছিলেন রিয়া-শৌভিকের বাবা ইন্দ্রজিত চক্রবর্তীও। এদিন নিয়মমাফিক হাজিরা দিতে এনসিবির দফতরে হাজির হয়েছিলেন অভিযুক্ত ভাই-বোন। অন্যদিকে রবিবার মুম্বইয়ের একাধিক এলাকায় বাড়ি খুঁজতে দেখা গিয়েছিল রিয়া ও শৌভিককে। সান্তাক্রুজের প্রাইম রোজ আবাসনে থাকে রিয়ার পরিবার।এনসিবি দফতরে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি রিয়া। মাদককাণ্ডে একমাস জেলে কাটাতে হয়েছে সুশান্তের বান্ধবীকে। গত ৭ অক্টোবর জেল থেকে জামিনে মুক্তি পান রিয়া, অন্যদিকে প্রায় তিন মাস জেলবন্দি থাকবার পর ২রা ডিসেম্বর জামিনে ছাড়া পান শৌভিক।