Roosha-Anuran: এই মাসেই বিয়ে, গোপনে বাগদান সেরেছেন রুশা! ফাঁস হল ছবি, চিনে নন ‘ঊষসী’র হবু বরকে
Updated: 13 Jan 2023, 11:56 PM ISTতোলপাড় সোশ্যাল মিডিয়া। নতুন বছরেই প্রকাশ্যে এসেছে ‘তোমায় আমায় মিলে’ খ্যাত অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়ের বিয়ের খবর। আগামী ১৯শে জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন ঊষসী। এবার ফাঁস পাত্রের পরিচয়। নায়িকার হবু বরের নাম অনুরণ রায়চৌধুরী। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণ চাকরি করে মাইক্রোসফটে। দেখুন জুটির সিক্রেট বাগদানের মুহূর্ত।