ভ্যালেন্টাইন্স ডে-র দিন আংটি বদল আর আইনি বিয়ে হবে ... more
ভ্যালেন্টাইন্স ডে-র দিন আংটি বদল আর আইনি বিয়ে হবে ‘ইনস্পেক্টর নলিনীকান্ত’-খ্যাত রূপসা চট্টোপাধ্যায়ের। পাত্র বিনোদন জগতের কেউ নন, বরং রয়েছেন কর্পোরেট ফিল্ডে। মাসখানেকের আলাপই গড়াল বিয়ের পিঁড়িতে। আপাতত সোশ্যাল মিডিয়ায় দুজনেই শেয়ার করে নিয়েছেন একাধিক ছবি আর ভিডিয়ো। খেয়ে ফেলেছেন প্রথম আইবুড়ো ভাত।