বাংলা নিউজ > দেখতেই হবে > বায়োস্কোপ > Video: পঞ্চভূতে লীন সতীশ কৌশিক! বন্ধুর শেষকৃত্যে অঝোরে কাঁদলেন অনুপম,শামিল সলমন-রণবীররা

Video: পঞ্চভূতে লীন সতীশ কৌশিক! বন্ধুর শেষকৃত্যে অঝোরে কাঁদলেন অনুপম,শামিল সলমন-রণবীররা

‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে সতীশ কৌশিকের অভিনয় আজও ভুলতে পারেনি দর্শক। তাঁর কমিক টাইমিং বরাবর প্রশংসিত। বৃহস্পতিবার সকালে অভিনেতার মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। অভিনয়ের পাশাপাশি পরিচালক, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা হিসাবেও হিন্দি সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য। সতীশের শেষযাত্রায় শামিল বলিউড তারকারা।