Video: ‘শরীরের একটা অঙ্গ চলে গেল’, ৪৫ বছরের পুরোনো বন্ধু সতীশকে হারিয়ে কাঁদছেন অনুপম Updated: 09 Mar 2023, 09:15 PM IST লেখক Priyanka Mukherjee Satish Kaushik Death: হোলির উৎসবে দিল্লি গিয়ে আচমকাই প্রয়াত সতীশ কৌশিক। বয়স হয়েছিল ৬৬ বছর। কার্ডিয়াক অ্যারেস্টের জেরেই মৃত্যু, বলছে সতীশের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। ৪৫ বছরের পুরোনো বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ অনুপম খের।