Updated: 13 Jul 2024, 03:41 AM IST
Sayani Rana
মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ১২ জুলাই শিল্পপতি বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টর মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন। শুক্রবার সন্ধ্যা থেকেই তাঁদের বিয়ের রেড কার্পেটে বসেছে চাঁদের হাট। এদিকে রেড কার্পেটে শাহরুখ করলেন এক কাণ্ড। গৌরীকে টেনে পোজ দেওয়ালেন বাদশা। একেবারে রাজকীয় বেশে ধরা দিয়েছিলেন তারকা দম্পতি। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।