Updated: 04 Mar 2023, 03:11 PM IST
লেখক Priyanka Mukherjee
ছবির প্রচারের ব্যস্ততার ফাঁকেই ফ্যান আর মিডিয়ার সঙ্গে জন্মদিন পালন করলেন শ্রদ্ধা কাপুর। শুক্রবার ছিল নায়িকার ৩৬তম জন্মদিন। ২০১০ সালে 'তিন পাত্তি'র সঙ্গে বলিউডে আত্মপ্রকাশ শক্তি কাপুর কন্যার। তবে তাঁকে পরিচিতি দেয় 'আশিকি ২'। আপতত জোর কদমে 'তু ঝুটি ম্যায় মক্কার'-এর প্রচার সারছেন নায়িকা। ‘