'পলিটিক্যালি ইনকারেক্ট' তকমাটা তাঁর গায়ে সেঁটে রয়েছে সেই শুরু থেকেই। মন খুলে কথা বলবার ক্ষেত্রে কারুর ধার ধারেন না সোনা মহাপাত্র।তাই অচিরেই এই দাবাং সঙ্গীতশিল্পীর নিশানায় চলে আসেন সলমন খান থেকে অরিজিত্ সিং।'ঠোঁট কাটা' সোনা এবার জানালেন দুর্ভাগ্যবশত মিউজিক মানেই আমরা এখন ভাবি ছবির গান,একক সঙ্গীত এখন শেষ হয়ে আসছে। এছাড়াও কোনও জিনিস বিক্রির জন্য মিউজিক আবশ্যক,তা নির্বাচনী প্রচার হোক বা টুথপেস্ট তবুও আমরা অরিজিন্যাল মিউজিকের বদলে পুরোনো দিনের সঙ্গীত নতুন ভঙ্গিতে পেশ করতে ব্যস্ত।হালফিলে বলিউডে রিমেক গানের মাত্রাতিরিক্ত প্রবণতাকে কাঠগড়ায় দাঁড় করালেন সোনা।পাশাপাশি বলিউডের লিঙ্গ বৈষম্য নিয়েও প্রশ্ন তুললেন গায়িকা। পুরুষ গায়কদের অনেক বেশি প্রাধান্য দেয় ইন্ডাস্ট্রি,দাবি ‘অম্বরসারিয়া’ গায়িকার।