Video: দেখুন সেই ঐতিহাসিক মুহূর্ত! ‘নাটু নাটু’র জন্য গোল্ডেন গ্লোবস RRR-এর ঝুলিতে
Updated: 11 Jan 2023, 11:16 PM ISTNaatu Naatu: গোল্ডেন গ্লোবস পুরস্কার জিতল নিল রামচরণ-জুনিয়র এনটিআর অভিনীত ছবি আরআরআর। এসএস রাজামৌলির পরিচালিত ছবির ‘নাটু নাটু’র জন্য সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার পেল। উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। আরআরআর টিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শাহরুখ খান।